মনোনয়নপত্র জমা দিয়েছেন সবাই

সংবাদ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:২৬

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে ৪৯ জন মনোয়নপত্র বিক্রি হয়েছিল, সবই জমা পড়েছে মঙ্গলবার। দিনের শুরুতে মনোনয়ণপত্র জমা দেন সহ-সভাপতি প্রার্থী তাবিথ আউয়াল। পরে সম্মিলিত পরিষদের বাইরের সব প্রার্থী একে একে তাদের মনোনয়নপত্র জমা দিয়ে যান। প্রার্থীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। সদস্য প্রার্থী অমিত খান শুভ্রকে সাপোর্ট দিতে চলে আসেন সাবেক সহ-সভাপতি এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন, ইলিয়াছ হোসেন, বিজন বড়–য়া, নুর উদ্দিন নুরু উপস্থিত ছিলেন। প্রতিপক্ষের সদস্য প্রার্থী ফজলুর রহমান বাবুলকেও দেখা গেল মনোনয়নপত্র জমা দিতে।

তবে বেলা চারটার দিকে সভাপতি কাজী সালাহউদ্দিনের রুম থেকে বেরিয়ে এসে সম্মিলিত পরিষদের প্রার্থীরা একযোগে মনোনয়নপত্র জমা দেন। এরপর সম্মিলিত পরিষদের প্যানেল প্রার্থীদের নাম ঘোষণা করেন সিনিয়র সহ-সভাপতি প্রার্থী আবদুস সালাম মুর্শেদী এমপি। পরে সভাপতি প্রার্থী কাজী সালাহউদ্দিন বলেন, ‘আমরা এখনি কোন কথা বলতে চাই না, সময় রয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন শেষ হলে আমরা সম্মিলিত পরিষদের ইশতেহার প্রকাশ করবো।’ বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদের ২১ জনের মনোনয়নপত্র জমা দিয়েছেন এই প্যানেলের প্রধান সমন্বয়কারী জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও