নকল প্রসাধনী জব্দ, ৭ দোকান সিলগালা, ৫ জনের জেল
বিভিন্ন ব্যান্ডের বিদেশি প্রসাধনী নকল করে তৈরির অভিযোগে রাজধানীর চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবারের এই অভিযানে তাকওয়া এন্টারপ্রাইজের প্রায় সাড়ে তিন কোটি টাকার নকল বিদেশি কসমেটিকস জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিকসহ পাঁচজনের দুই বছর করে কারাদণ্ড ও ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র্যাব-১০ ও বিএসটিআইয়ের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। সারওয়ার আলম আরো বলেন, ‘তারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।