কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সরকারের সহায়তা চান স্বজনহারারা

ইত্তেফাক ফতুল্লা প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ২০:২৫

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে নিহত পরিবারের সদস্যরা সরকারের সহায়তা চেয়েছেন। একই সঙ্গে দগ্ধদের উন্নত চিকিৎসা সেবা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মঙ্গলবার দুপুরে তল্লায় এক সংবাদ সম্মেলনে হতাহত পরিবারের সদস্যদের পক্ষে এই দাবি জানান বিস্ফোরণের ঘটনায় নিহত মসজিদের ইমাম আব্দুল মালেকের ছেলে নাঈম ইসলাম। এই সময় তারা এ মর্মান্তিক ঘটনায় দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

নাঈম ইসলাম বলেন, এখানে অনেক পরিবার আছে যাদের গত কয়েকদিন চুলা জ্বলেনি। আমাদের এই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। আমাদের পরিবারের উপার্জনকারীদের আমরা হারিয়েছি। এইসব পরিবারকে যেন আর্থিকভাবে সহযোগিতা করা হয় এবং আমরা যারা কাজ করতে সক্ষম তাদের যেন, কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। সরকারের পক্ষ থেকে নিহত পরিবার প্রতি ৫০ লাখ টাকা করে সহায়তার দাবি জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও