You have reached your daily news limit

Please log in to continue


অশ্লীল ওয়েব সিরিজ সরাতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়

ইন্টারনেটে থাকা বির্তকিত ওয়েব সিরিজগুলোর অশ্লীল অংশ সরাতে সংশ্লিষ্টের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে ওয়েবভিত্তিক প্লার্টফর্ম নিয়ে একটি রেগুলেশন কেন তৈরি করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমদ। আইজিপিসহ ৮ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এদিকে হাইকোর্টের আগের আদেশ অনুযায়ী, দেশে যারা অশ্লীল কনটেন্ট তৈরি করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা প্রতিবেদন আকারে জানাতে আরো চার সপ্তাহের সময় দিয়েছে আদালত। আদালতে দেশীয় ও বিদেশি ওয়েব সিরিজের অশ্লীল কনটেন্ট শুনানিতে তুলে ধরেন আইনজীবী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন