করোনা আবহে ঘরেই করুন ‘রিল্যাক্সিং স্পা’
বার্তা২৪
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:১০
লকডাউন উঠলেও পরিস্থিতি স্বাভাবিক হতে ‘অনেক দেরি’! রোজ উঠা-নামা করছে সংক্রমণ ও মৃত্যুর হার। তবে কাজ কমেনি একটুও! বরং ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ ৯/১০ ঘণ্টা কীভাবে কেটে যাচ্ছে, তা টেরই পাওয়া যাচ্ছে না। কাজ শেষে অনুভব করছেন ঘাড়-পিঠ-মাথায় সেই টিপটিপ বা দপদপে ব্যথা! এরপরও তো ঘরের কাজ আছেই!
ছুটির দিনটি তাই রিল্যাক্সেশনে কাটাতে চান সকলে। নারীরা রিল্যাক্সেশনের জন্য অধিকাংশ ক্ষেত্রেই ম্যাসাজ কিংবা স্পা বেছে নেন। ছুটির দিনে হয়তো শান্তির খোঁজে ছুটতেন স্পায়ে। তবে সেই সুযোগ শিকেয় তুলেছে করোনাভাইরাস!