![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F25c50309-8d4d-489d-993d-94dc4088870c%252FSylhet_DH0778_20200908_Sylhet_Photo_25.jpg%3Frect%3D0%252C282%252C3984%252C2092%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
মুক্তিযোদ্ধা চত্বর পড়ে আছে অবহেলায়
সিলেটে প্রবেশপথেই কদমতলী এলাকায় মুক্তিযোদ্ধা চত্বর। স্থানীয় মুক্তিযোদ্ধাদের মতে, ১৯৭১ সালে এই স্থানেই মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি সেনারা। মুক্তিযোদ্ধাদের বীরত্বের পরিচয় হিসেবে স্থানটি যথাযথ গুরুত্ব পাওয়ার কথা। কিন্তু গোলাকার স্থানটির নিচু অংশে জমে থাকে বৃষ্টির পানি। এখানে প্রায়ই লেগুনা, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা রাখা হয়। যে জায়গা পরিচ্ছন্ন থাকার কথা, সেখানেই উল্টো বিভিন্ন যানবাহন পরিষ্কার করা হয়।