দেশের প্রথম ফোর লেনের আরসিসি সড়ক

ডেইলি বাংলাদেশ পটুয়াখালী প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৮

দেশের প্রথম ফোর লেনের আরসিসি সড়ক নির্মাণ হয়েছে। জলোচ্ছ্বাস কিংবা বৃষ্টির পানিতে স্থায়ী ও স্থিতিশীল হবে এ সড়কটি। এরইমধ্যে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের রাজপাড়া থেকে পায়রা বন্দর পর্যন্ত ৫ দশমিক ৬০ কিলোমিটার আরসিসি সড়কের নির্মাণ কাজ শেষে হয়েছে। সড়কটির প্রশস্ত ২৩ দশমিক ২৯ মিটার। এতে ব্যয় হয়েছে ২৫৪ কোটি ৫১ লাখ টাকা। নির্ধারিত সময়ে আরসিসি সড়কটির কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান এমবিইএল।

আমদানি ও রফতানির বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে দেশের তৃতীয় গভীর সমুদ্র বন্দর হিসেবে ২০১৩ সালের ১৯ নভেম্বর পায়রা বন্দর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবকাঠামো নির্মাণের পর ২০১৬ সালের ১৩ আগস্ট পায়রা বন্দরে পণ্য খালাস শুরু হয়। সেই সময়ে পদ্মা সেতু নির্মাণের জন্য চীন থেকে ৫৩ হাজার টন পাথর নিয়ে ‘মাদার ভ্যাসেল এমভি ফরচুন বার্ড’ পায়রা বন্দরে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও