শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

ডেইলি বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালত প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৫

নারায়ণগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আসামি আশরাফ হোসেন কামাল পলাতক রয়েছেন।
মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন। এ সময় আসামিকে দ্রুত গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেন তিনি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আশরাফ হোসেন কামাল নোয়াখালীর বেগমগঞ্জ থানার তৈয়বপুরের নুরুল গনির ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি শিপ্রা মোদক বলেন, স্ত্রী সানজিদা আক্তারকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা এলাকায় বসবাস করতেন আশরাফ হোসেন কামাল। পারিবারিক কলহের জেরে সানজিদাকে ২০০৫ সালের ১ ফেব্রুয়ারি রাতে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন কামাল। এরপর আত্মহত্যা বলে প্রচার করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও