খনা ভিউয়িং রুমে প্রথম নারী চলচ্চিত্র নির্মাতার চলচ্চিত্র
বার্তা২৪
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৬
বাংলাদেশের চলচ্চিত্রে নতুন ধারণা ও নতুন ধরনের চলচ্চিত্র নির্মাণের লক্ষে কাজ করছে খনা টকিজ। শুধু তাই নয়, বিশ্বায়নের এই যুগে যেমন আন্তর্জাতিক মানের নির্মাতার পাশাপাশি প্রয়োজন ভালো দর্শকের। যার অংশ হিসেবে খনা টকিজের ‘খনা ভিউয়িং রুমে’ নিয়মিত প্রদর্শিত হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী পরিচালকদের চলচ্চিত্র।
‘খনা ভিউয়িং রুমে’ নিয়মিত প্রদর্শনীর তালিকায় এবার যুক্ত হচ্ছে বিশ্বের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা অ্যালিস গি ব্লশে জীবন অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘বি ন্যাচারাল: দ্য আনটোল্ড স্টোরি অফ অ্যালিস গি ব্লশে’।
- ট্যাগ:
- বিনোদন
- চলচ্চিত্র
- নারী নির্মাতা
- খনা নাটক