পদ্মা-যমুনার মোহনায় প্রতিদিনই ধরা পড়ছে বিশাল বিশাল মাছ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজলোর দৌলতদিয়া ঘাট এলাকার পদ্মা-যমুনার মোহনায় প্রায় প্রতিদিনই জেলেদের জালে ধরা পড়ছে বিশাল বিশাল আকৃতরি বিভিন্ন মাছ। মঙ্গলবারও দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে মমিন জেলের জালে ধরা পড়ে ৪৬ কেজি ওজনের একটি বাঘাইর মাছ।
সকালে দৌলতদিয়া রওশন মোল্লার আড়তে মাছটি নিয়ে আসলে সুমাইয়া মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা সেটি ১ হাজার ৫০ টাকা কেজি দরে কিনে নেন। খবর পেয়ে মাছটি এক নজর দেখার জন্য ভিড় করেন স্থানীয়রাসহ ফেরি ঘাটের সাধারণ যাত্রীরা।
মমিন হলদার বলেন, সোমবার রাত ১১টার দিকে নদীতে জাল ফেলি, রাত ২টার দিকে টেনে বড় আকারের বাঘাইর মাছটি ধরি। বর্তমানে নদীতে পানি কমতে শুরু করেছে। এ কারণে ছোট বড় সব ধরনের মাছ এখন জেলেদের জালে ধরা পড়ছে।