![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Feng-aus-20200908123954.jpg)
জিতলেই মিলবে র্যাংকিংয়ের শ্রেষ্ঠত্ব
বাংলাদেশ সময় রাত ১১টায় তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে নেয়ায়, সিরিজের বিজয়ী নির্ধারণে এই ম্যাচের ফলাফল কোনো ভূমিকা রাখবে না। ফলে অনেকের চোখেই এটি এখন ডেড রাবার বা নিয়ম রক্ষার ম্যাচ।
তবে এই নিয়ম রক্ষার ম্যাচেরই আবার রয়েছে অন্যরকম গুরুত্ব। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা দুই দলের সামনে রয়েছে র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করার। আর সেজন্য জিততে হবে সাউদাম্পটনে হতে যাওয়া সিরিজের শেষ ম্যাচটি।