![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/dirty-court-234545.jpg)
মহানগর দায়রা জজ আদালতে আর্বজনার স্তুপ!
স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, রাজধানীর মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ যেন ভাগাড়। হকারদের দখলে অধিকাংশ এলাকা। নানা স্থানে ফাটলে পুরোনো ভবনগুলো শঙ্কা জাগাচ্ছে দুর্ঘটনার। আইনজীবী ও আদালত কর্মচারীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এমন বেহাল দশা হলেও তোয়াক্কা করছে না কর্তৃপক্ষ।
চারপাশে আর্বজনার স্তুপ, নোংরা পানি ছড়াচ্ছে দুর্গন্ধ। রাস্তার পাশের আবর্জনাগার বা ভাগাড় থেকে নয়, বরং রাজধানীর মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে দেখা গেছে আবর্জনার স্তুপ।