করোনায় সঞ্চয় ভেঙেছেন ২৫% পোশাকশ্রমিক
প্রথম আলো
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ১১:০৭
করোনাকালে ২৫ শতাংশ পোশাকশ্রমিক দৈনন্দিন চাহিদা মেটাতে সঞ্চয় ভেঙেছেন। খরচ চালাতে ধার করেছেন ১৮ শতাংশ শ্রমিক। আবার আয় করতে কোয়ারেন্টিনের নিয়ম ভঙ্গ করেছেন ১৫ শতাংশ। বাড়ি ফিরে গেছেন ৩ শতাংশ পোশাকশ্রমিক।
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও মাইক্রো ফাইন্যান্স অপরচুনিটিজের (এমএফও) যৌথ উদ্যোগে পরিচালিত জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপের তথ্যানুযায়ী, করোনাকালে খরচ কমাতে ৪ শতাংশ পোশাকশ্রমিক কম খরচের বাসায় উঠেছেন।