কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কিশোর-কিশোরীর জন্য যে ব্যায়াম জরুরি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৮

করোনা জীবনের সবক্ষেত্রে অনিশ্চয়তা ডেকে এনেছে। প্রাপ্তবয়স্করা ভারসাম্য বজায় রাখতে পারলেও কিশোর-কিশোরীরা লড়াই করতে করতে ক্লান্ত। তারা বিভিন্ন দুশ্চিন্তা-দুর্ভাবনায় মানসিকভাবে সমস্যায় পড়ছে। ধারণা করা হয়, প্রতিযোগিতামূলক পরীক্ষা, কাজের সংকট মানসিক চাপ বাড়িয়ে তুলছে। ফলে ধূমপান ও মাদকের ব্যবহার বেড়ে যাচ্ছে। যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের তথ্য অনুযায়ী, প্রতি তিন জন কিশোর-কিশোরীর মধ্যে ১ জন মানসিক ব্যাধিতে ভুগছে। যা দিনদিন বাড়ছে। বর্তমানে কিশোর-কিশোরীর মানসিক ব্যাধি বেড়েছে ২০ শতাংশ। তাদের মধ্যে উচ্চাশা, চাপ, সোশ্যাল মিডিয়ায় আসক্তি, ভবিষ্যৎ সম্পর্কে উদ্বিগ্নতা প্রভৃতি দিনদিন বাড়ছে। ফলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে।

এর থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে শিশু বিশেষজ্ঞ ডা. হিমানি খান্না বলেছেন, ‘কিছু সাধারণ মানসিক অনুশীলন রয়েছে, যা তাদের মানসিক ব্যাধি দূর করবে। তাদের শান্ত করতে সক্ষম হবে। বিভিন্ন কারণে সৃষ্ট দুশ্চিন্তা দূর করতেও ভূমিকা রাখবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও