
সৌদি আরবে করোনায় মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে
করোনাভাইরাস মহামারির প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে সৌদি আরবের। দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিকভাবে মৃত্যু ও আক্রান্তের হার কমছে। বিপরীতে বেড়েছে সুস্থতার হার।
সোমবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মাত্র ৭৬৯ জন নতুন রোগী সনাক্ত হয়েছে। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ৪৫৬ জন।