মেসি-বার্সেলোনা: জয় হলো কার?
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৮
নাটকের চেয়েও নাটকীয় ১০ দিন৷ লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার ইচ্ছেবোমা ফাটানোয় শুরু; সিদ্ধান্ত বদলে এ মৌসুম থেকে যাওয়ায় শেষ৷ বাংলাদেশের ফুটবলার, কোচ, ক্রিকেটার, ক্রীড়া সাংবাদিকরা কী ভাবছেন এ নিয়ে?
ফুটবল কোচ মারুফুল হকের কাছে মেসির বার্সেলোনা ছাড়তে চাওয়া খুব বেশি অপ্রত্যাশিত ছিল না, ‘‘মেসির দলবদলের পুরো বিষয়টি আমার কাছে খুব চমক হয়ে আসেনি৷ এ রকম কিছু হতে পারে, তা বুঝতে পারছিলাম৷ গত পুরো মৌসুমেই খেলাতে বোঝা গেছে, যথেষ্ট অনুপ্রাণিত মেসি ছিলেন না৷ মনে হচ্ছে যেন শুধু দায়িত্ব পালন করছিলেন, খেলা উপভোগ করছিলেন না৷’’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
ঢাকা পোষ্ট
| শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে