শিশু নিয়ে গেল পুরনো প্রতিবেশী, উদ্ধার করল পুলিশ
পূর্বপরিচয়ের সূত্রে ছোট্ট শিশু মুনতাসিরদের চট্টগ্রামের চকবাজারের বাসায় বেড়াতে আসেন ফরিদা আক্তার নিহা। কিন্তু কে জানত একসময়ের প্রতিবেশী ফরিদার বেড়াতে আসার পেছনে ছিল ভয়ংকর পরিকল্পনা। অতিথিকে আপ্যায়নের জন্য যখন ব্যস্ত ছিলেন মুনতাসিরের মা তখনই ফুটফুটে বাচ্চাটিকে নিয়ে সটকে পড়েন ফরিদা।
তবে খুব বেশি দূর নিয়ে যেতে পারেনি অপহরণকারী। পুলিশের দ্রুত পদক্ষেপ ও এলাকাবাসীর সহযোগিতায় ঘটনার চার ঘণ্টার মধ্যে উদ্ধার হয় মুনতাসির। গ্রেপ্তার করা হয় ফরিদাকে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে।
- ট্যাগ:
 - বাংলাদেশ
 - পুলিশ
 - প্রতিবেশী
 - শিশু উদ্ধার
 - শিশু অপহরন