খেলাপি ঋণ বৃদ্ধির তথ্য জানা যায়, দায়ী চিহ্নিত হয় না
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণ ৪১ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশে ব্যাংক খাতের খেলাপি ঋণ এখন ৯৬ হাজার ১১৬ কোটি টাকা। দেশে এখন দেশি-বিদেশি ৫৯টি ব্যাংকের কার্যক্রম আছে। এর মধ্যে সরকারি ৯টি ব্যাংক। আর অর্থমন্ত্রীর দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, মোট খেলাপির প্রায় অর্ধেকই সরকারি ব্যাংকের দখলে।