সুস্থ হয়ে ফের করোনা আক্রান্ত তরুণী, অ্যান্টিবডি মিলল না শরীরে!

কালের কণ্ঠ বেঙ্গালুরু প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৩০

রবিবার ভারতে দৈনিক সংক্রমণের সব রেকর্ড ভেঙে গেছে। এদিন ৯০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এসবের মধ্যেই আরো আতঙ্ক বাড়াল দেশটির বেঙ্গালুরুর এক ঘটনা। শহরটিতে করোনা থেকে সেরে ওঠা এক তরুণী ফের আক্রান্ত হলেন করোনায়। দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানা গেছে।

বেঙ্গালুরুর চিকিৎসকরা জানিয়েছেন, এমন ঘটনা এই প্রথম। ২৭ বছরের ওই তরুণী জুলাই মাসে করোনায় আক্রান্ত হন। তাঁর জ্বর, কাশি ও গলা ব্যাথা ছিল। হাসপাতালে ভর্তি করে চিকিৎসার পরে সেরেও যান তিনি। পরপর রিপোর্ট নেগেটিভ আসায় ২৪ জুলাই বাড়ি ফিরে যান তিনি। কিন্ত মাসখানের মাথায় ফের জ্বর ও অন্যান্য উপসর্গ দেখা দেয় তাঁর শরীরে। কভিড পরীক্ষা করা হলে দেখা যায় আবারও পজিটিভ তিনি! যদিও এবারে বা আগেরবার কোনো বারই খুব তীব্র উপসর্গে ভোগেননি তরুণী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও