রোহিঙ্গা ইস্যুতে টানাপোড়েন, বাণিজ্যে ‘নাটকীয় উল্লম্ফন’
সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম ইস্যুতে বাংলাদেশ-মিয়ানমারের সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও প্রতিবেশি এ দুই দেশের সীমান্ত বাণিজ্য ব্যাপক বৃদ্ধি পেয়েছে। শনিবার মিয়ানমারের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থ-বছরে ২১ আগস্ট পর্যন্ত দুই দেশের সীমান্ত বাণিজ্য রেকর্ড ৭৪৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, বাংলাদেশ-মিয়ানমারের সীমান্ত বাণিজ্যে নাটকীয় উল্লম্ফন দেখা গেছে। গত বছরের একই সময়ে দুই দেশের এই বাণিজ্যের পরিমাণ মাত্র ২১ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলার হলেও চলতি বছরের সেটি বৃদ্ধি পেয়ে ৭৪৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা আগের বছরের তুলনায় ৭২৭ মিলিয়ন ডলার বেশি।