![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F2014bc8b-3f03-48a3-a699-e5e58b9defa7%252Fbogura.png%3Frect%3D0%252C90%252C1600%252C840%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ধর্ষণের মামলার বাদীকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা
পুলিশ অভিযান চালিয়ে এক মাস পর স্কুলছাত্রীকে নীলফামারী জেলা শহর থেকে উদ্ধার করে। তবে অপহরণকারীরা পালিয়ে যান। ওই কিশোরী ফিরে এসে আদালতে জবানবন্দি দেয়। সে জানায়, সাকিল তাকে ধর্ষণ করেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ধর্ষণ
- ছুরিকাঘাত
- মামলার বাদী