রঞ্জন মাদুগালে ম্যাচ রেফারি হিসেবে কাজ করছেন ১৯৯৩ সালে। ২৭ বছরে ১৯৩টি টেস্টে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক। নিয়মের কারণে কখনোই নিজ দেশে কোনো টেস্ট ম্যাচে দায়িত্ব পালন করা হয়নি তাঁর। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়েই সে সুযোগটা হতে যাচ্ছে তাঁর। করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা চলছে দেশে দেশে। সে কারণেই আইসিসি স্থানীয় ম্যাচ রেফারি ও আম্পায়ারদের দিয়ে টেস্ট পরিচালনার অনুমতি দিয়েছে। টেস্ট ম্যাচে সাধারণত নিরপেক্ষ আম্পায়ার ও ম্যাচ রেফারিরা দায়িত্ব পালন করেন। ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে ম্যাচ রেফারি ছিলেন ক্রিস ব্রড। বাংলাদেশকে উপলক্ষ করে মাদুগালেরও সেই অভিজ্ঞতা হতে যাচ্ছে।
বাংলাদেশকে দিয়ে আরও এক শ্রীলঙ্কান প্রথমবারের মতো নিজ দেশে টেস্ট পরিচালনা করার সুযোগ পাচ্ছেন। কুমার ধর্মসেনা বাংলাদেশের বিপক্ষে সিরিজে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.