সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে পৌরসভা ঘেরাও
সাতক্ষীরা পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিছানা, বালিশসহ পৌরসভা ঘেরাও করেছে বানভাসীরা। রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে পৌরসভার নয়টি ওয়ার্ডের শত শত মানুষ প্রতিবাদ র্যালি সহকারে পৌরসভার সামনে অবস্থান করেন।
বিষয়টি টের পেয়ে পৌর কর্তৃপক্ষ দ্রুত গেটে তালা লাগিয়ে এসব বানভাসী মানুষকে পৌরসভায় প্রবেশে বাধাগ্রস্থ করে বলে অভিযোগ তাদের। এ বিষয়ে সাতক্ষীরার প্রাণ সায়র খাল খননের পর কেমন হবে এমন একটি নমুনা সাতক্ষীরাবাসীকে দেখানো হলেও তা বাস্তবে রূপ লাভ করেনি বলে জানান তারা।
এ কর্মসূচিতে নেতারা পৌর কর্তৃপক্ষকে হুশিয়ারী প্রদান করে বলেন, ‘দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা করা না হলে বানভাসী মানুষ বিছানা বালিশসহ পৌরসভায় রাত্রি যাপন করবেন। যতক্ষণ জলাবদ্ধতা নিরসন না হবে ততক্ষণ পৌরসভায় অবস্থান করবেন তারা।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- জলাবদ্ধতা
- পৌরসভা
- ঘেরাও
- পানি নিষ্কাশন