![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F09%2F06%2Fsongsod.jpg%3Fitok%3DGYyvns6z)
সংসদে পাঁচ সদস্যের চেয়ারম্যান প্যানেল ঘোষণা
একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে পাঁচ সদস্যের চেয়ারম্যান প্যানেল ঘোষণা করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্যানেলের সদস্যরা হলেন আ স ম ফিরোজ, এম মোতাহার হোসেন, নারায়ণ চন্দ্র চন্দ, কাজী ফিরোজ রশীদ ও সিমিন হোসেন রিমি। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তাঁরা পর্যায়ক্রমে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন। সংসদের উদ্বোধনী অধিবেশনের প্রথম বৈঠকে আজ রোববার তাঁদের নাম ঘোষণা করেন ড. শিরীন শারমিন চৌধুরী। একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন আজ রোববার সকাল ১১টায় শুরু হয়। অধিবেশনের শুরুতেই সংসদ সদস্য সাহারা খাতুন ও ইসরাফিল আলম এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করা হয়।