এখনো পিছিয়ে নারীরা
প্রথম আলো
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৩:০০
রাজধানীর অদূরে সাভারের নামাপাড়ার প্লাস্টিক কারখানার কর্মী আসিয়া। তাঁর স্বামী ওই এলাকার একটি পোশাক কারখানার কর্মী। স্বামীর একটি অ্যান্ড্রয়েড ফোন কেনার শখ ছিল। নিজে টাকা জমিয়ে স্বামীকে সেই ফোন কিনতে সহায়তা করেন। নিজেরও একটি ফোন কেনার ইচ্ছা। কিন্তু তাতে স্বামীর বাগড়া। বাসায় একটি টাচ্ (অ্যান্ড্রয়েড) ফোন আছে, আর দরকার কী—এমন যুক্তি স্বামীর। আসিয়ার কথা, ‘নিজের টাকা জমাইয়ে ফোন কিনতে চাইছিলাম। স্বামীর ইচ্ছা না, কিনতে পারলাম না।’
সামর্থ্য থাকলেও আসিয়ার মতো অনেক নারী শুধু পারিবারিক বাধার কারণে মুঠোফোন কিনতে পারেন না। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তারপরও যোগাযোগের গুরুত্বপূর্ণ এই মাধ্যমের মালিকানার ক্ষেত্রে পুরুষের তুলনায় নারী অনেক পিছিয়ে। এ ক্ষেত্রে অর্থনৈতিক, সামাজিক, এমনকি নিরাপত্তার বিষয়টি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।