ঝড় তাহলে থেমেছে? আপাতদৃষ্টিতে তেমন মনে হওয়াই স্বাভাবিক। বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত পাল্টে থেকে যাচ্ছেন লিওনেল মেসি। বার্সেলোনা সমর্থকেরা খুশি হলেও রিয়াল মাদ্রিদ কিংবদন্তি হুগো সানচেজ কিন্তু খুশি হতে পারেননি। মেক্সিকোর ইতিহাসে অন্যতম সেরা এ ফুটবলার মনে করেন, বাবা ও এজেন্ট হোর্হে মেসির কুমন্ত্রণায় বার্সায় থাকার সিদ্ধান্ত নিয়েছে মেসি।
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারের পর বার্সা ছাড়ার সিদ্ধান্ত বুরোফ্যাক্সের মাধ্যমে ক্লাবকে জানান আর্জেন্টাইন তারকা। এরপরই পরিস্থিতি জটিল হতে থাকে। মেসি চুক্তির শর্ত ভেঙে ফ্রি এজেন্ট হিসেবে যেতে পারেন না এবং যেতে হলে ৭০ কোটি ইউরো দিয়ে যাওয়ার কথা জানিয়ে দেয় বার্সা। পরে ক্লাবটির সঙ্গে আলোচনায় বসার জন্য আর্জেন্টিনা থেকে স্পেনে পা রাখেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। দুই পক্ষে বৈঠকে বসেও কোনো সুরাহা করতে পারেনি। নিজেদের দাবিতে অনড় থাকে বার্সা। এরপর সংবাদমাধ্যম গোল ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে বার্সায় থাকার কথা জানিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.