সাশ্রয়ী দামের নতুন দুই ফ্লাগশিপ ফোন আনছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং। এগলো হলো গ্যালাক্সি এস২১ এবং এস২১প্লাস। সম্প্রতি ফোন দুইটি সার্টিফিকেশন সাইট থ্রিসি সাইটে দেখা গেছে। সার্টিফিকেশন সাইটে ফোন দুটির মডেল নম্বর ছিল যথাক্রমে এসএম-জি৯৯১ এবং এসএম-জি৯৯১।
থ্রিসি সার্টিফিকেশন সাইট থেকে এও জানা গেছে স্যামসাং গ্যালাক্সি এস২১ ফোনে ৩,৮৮০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আবার ৪,৬৮০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে গ্যালাক্সি এস ২১ প্লাস ফোনে। এই ব্যাটারিরি নির্মাতা চীনা বেসড কোম্পানি, নিংদে অ্যাম্পেরেক্স টেকনোলজি লিমিটেড। যদিও সার্টিফিকেশন সাইট থেকে এছাড়াও আর কোনো তথ্য উঠে আসেনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.