![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/09/05/og/220024_bangladesh_pratidin_IMG_20190910_134145-500x375.jpg)
সদরঘাটে ২ ঘণ্টা পর খেয়া পারাপার চালু
দুই ঘণ্টার বেশি সময় পর সদরঘাটে খেয়া পারাপার চালু হয়েছে। ফলে স্বাভাবিক হয়েছে দুই পারের যাত্রী চলাচল। সদরঘাটে নৌ দুর্ঘটনা রোধে খেয়াঘাট দুটি নবাববাড়ী ঘাট ও শ্যামবাজার মসজিদ ঘাটে স্থানান্তর করা হয়।
কিন্তু বুড়িগঙ্গার ওপারের আলম মার্কেটসহ পার্শ্ববর্তী কিছু ব্যবসায়ী ঘাট স্থানান্তরের কারণে খেয়াপারাপার বন্ধ করে দেয়। এমনকি নৌকা দিয়ে মাঝনদীতে ব্যরিকেড সৃষ্টি করে নৌকা চলাচলে বাধা দেয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- যাত্রা শুরু
- সদরঘাট
- পারাপার
- খেয়া ঘাট