বই খুলে দেওয়া যাবে পরীক্ষা, ফল ১ মাসেই
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষায় বই খুলে লেখা যাবে। সেই পরীক্ষা বাড়িতে বসেই দেওয়া যাবে। প্রশ্ন পেয়ে উত্তরপত্র জমা দেওয়ার জন্য পরীক্ষার্থী পাবেন ২৪ ঘণ্টা সময়। পরীক্ষার কাজ হবে অনলাইনেই। এমন ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়।
ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অনার্স ও মাস্টার্সের ফাইনাল পরীক্ষা শুরু হবে আগামী ১ অক্টোবর। পরীক্ষা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। পরীক্ষা শুরুর তারিখ জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী।