টানা ১১ ম্যাচ পর থামল ইতালির জয়ের চাকা

বার্তা২৪ ইতালি প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৪:২১

টানা ১১ ম্যাচ জিতে মাঠের লড়াইয়ে নেমে ছিল ইতালি। লক্ষ্য ছিল জয়ের রেকর্ডটা আরও এক ধাপ বাড়িয়ে নেওয়া। কিন্তু বসনিয়া ও হার্জেগোভিনা সেটা হতে দিলো না। শুক্রবার রাতে উয়েফা ন্যাশন্স লিগের ম্যাচে কোচ রবার্তো মানচিনির দলকে ১-১ গোলে রুখে দিয়েছে তারা।

রক্ষণাত্মক প্রতিপক্ষের বিপক্ষে প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলেছে ইতালি। কিন্তু তারপরও কোনো গোল আদায় করে নিতে পারেনি ম্যাচের আয়োজকরা। স্তাদিও আর্তেমিও ফ্রাঞ্চিতে দ্বিতীয়ার্ধের শুরুতেই দু'দলের দুটি শট আঘাত করে গোলবারে। বিরতির পর বসনিয়ার আরমিন হিডজিকের খানিকটা বাঁকানো শট আঘাত করে পোস্টে। এর পরপরই ইতালির ইনসিগনের শট ফিরে আসে গোলবারে লেগে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও