ভালো কাজের ‘হোটেল’
ব্যতিব্যস্ত বয়–বেয়ারার দেখা নেই, ক্যাশ কাউন্টারের হাঁকডাক কিংবা বেলের ক্রিং ক্রিংও নেই, নেই সুসজ্জিত টেবিলে খাওয়ার ধুম। হোটেল বলতে যে পাঁচমিশালি কথার হট্টগোল, সেসবের বালাইও নেই সেখানে। বলতেই পারেন, এ কেমন হোটেল রে বাপু!
এ হোটেল ‘ভালো কাজের হোটেল’। স্রেফ ফুটপাতঘেঁষা সফেদ দেয়াল, যেখানে লাল হরফে বড় করে লেখা—ভালো কাজের হোটেল। আরও আছে হোটেলসম্পর্কিত তথ্য। রাজধানীর কমলাপুর আইসিডি কাস্টম হাউস পেরিয়ে কয়েক কদম এগোতেই দৃষ্টি কাড়ে ব্যতিক্রমী হোটেলের জায়গাটি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রেস্টুরেন্ট
- ভালো কাজ
- খাবার বিতরণ