![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fde7bd8cf-fe89-427a-818b-d6f04f14aaa6%252F71349131_2484056855204634_5028716824494080000_o.jpg%3Frect%3D0%252C0%252C1440%252C756%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
যা খেয়ে ‘মিস ওয়ার্ল্ড’ হয়েছিলেন মানুষি
২০১৭ সালে অনুষ্ঠিত ৬৭তম মিস ওয়ার্ল্ডের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন ভারতের হরিয়ানার মানুষি ছিল্লার। বিশ্বসেরা সুন্দরীর খেতাব জয়ের পর এবার হিন্দি সিনেমার দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। যশরাজ ফিল্মসের বিশাল বাজেটের ঐতিহাসিক ছবি ‘পৃথ্বীরাজ’–এর মাধ্যমে বলিউডে খাতা খুলতে চলেছেন মানুষি। ছবিতে নায়ক হিসেবে থাকবেন অক্ষয় কুমার।
বিশ্বের সেরা সুন্দরীর খেতাব জয়ের পর এবার হিন্দি সিনেমার দুনিয়ায় পা রাখতে চলেছেন মানুষি ছিল্লার। তবে গ্ল্যামার দুনিয়ায় আসার অনেক আগেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন ছিলেন তিনি। এখন তাঁর লক্ষ্য তরুণদের এ বিষয়ে সচেতন করা। চলছে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ’। আর এ উপলক্ষে মানুষি তাঁর ৫৯ লাখ ফলোয়ারের উদ্দেশে ইনস্টাগ্রামে দিয়েছেন এক ভিডিও। এই ভিডিওতে মানুষি যেভাবে নিজের শরীরের পুষ্টির দায়িত্ব নিজের কাঁধে নিলেন, সে বিষয়ে বিশদ আলোচনা করেছেন।