![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/09/05/081717mar.gif)
আবর্জনা থেকে ভালো কিছু করে ১০ বছরের বালিকা
মাত্র ১০ বছর বয়স সারাহ মরিয়মের। এই বয়সেই সে ফেলে দেওয়া কাগজ দিয়ে দারুণ দারুণ উপহারসামগ্রী তৈরি করতে পারে। সংযুক্ত আরব আমিরাতের জিমস ইউনাইটেড ইন্ডিয়ান স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে সে। গত এক মাসে ৪০টির বেশি উপহারসামগ্রী বানিয়েছে সারাহ মরিয়ম। এসব তৈরির জন্য পুরনো কাগজ, টিস্যু রোল, আইসক্রিমের কাঠি, অব্যবহৃত বোর্ড, কাগজের বক্স, ভাঙা ফুলদানি, জুয়েলারি বক্স, মা-বোনদের পুরনো গহনা ব্যবহার করেছে সে।
নিজের ছোট ভাইয়ের খেলার জন্য কিছু খেলনাও বানিয়ে দিয়েছে সে। দাদি যেন আরাম করে বসে মোবাইলে ইউটিউবের ভিডিও দেখতে পারে, সেজন্য ফোন রাখার জিনিসও তৈরি করে দিয়েছে সারাহ। কোমল পানীয়ের বোতল থেকে শুরু করে অব্যবহৃত প্রায় সবকিছুই কাজে লাগায় সারাহ মরিয়ম।
- ট্যাগ:
- লাইফ
- আবর্জনা শিল্প
- আবর্জনা
- নাবালিকা