বাহিনীর খেয়াল রেখে কোভিড-যুদ্ধে শামিল ওঁরাও

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৭

কোভিড-যোদ্ধা তাঁরাও। তবে তাঁদের মূল কাজটা করতে হয় আড়ালে থেকেই। পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মীদের কার কী উপসর্গ রয়েছে, সেই খবর রাখা থেকে শুরু করে পুলিশকর্মীদের করোনা পরীক্ষা করানো, রিপোর্ট আসার আগে ওই পুলিশকর্মীকে কোয়রান্টিনে রাখার ব্যবস্থা করা, স্বাস্থ্যদফতরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনে তাঁকে হাসপাতালে ভর্তি করানো— সবই করে চলেছেন তাঁরা। শুধু এ টুকুই নয়, হাসপাতালে ভর্তি থাকা পুলিশকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর রাখা, প্রয়োজনে তাঁদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করানোর মতো গুরুদায়িত্বও রয়েছে কলকাতা পুলিশের ওয়েলফেয়ার সেলের আধিকারিক ও পুলিশকর্মীদের কাঁধেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও