পৃথিবীতে সম্ভবত একজন পুরুষই আছেন, যিনি বয়স লুকিয়ে রাখেন। কারণ, তাঁর বয়স বাড়ে না। চিরতরুণ নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদের আজ জন্মদিন। এ বছরও বয়স বাড়েনি তাঁর। কেবল জীবনে যোগ হয়েছে এক অসহায় উপলব্ধি, মানুষ কদিন বাঁচে! বিগত বছরগুলোতে শিবলী মোহাম্মদের জন্মদিন উদ্যাপন করতেন তাঁর নাচের শিক্ষার্থীরা। আর বাড়িতে আর দশটি বাঙালি পরিবারের মতোই ভালো ভালো সব খাবার রান্না করা হতো, কেক আনা হতো। গত বছরের জন্মদিনের স্মৃতিচারণা করে শিবলী বলেন, ‘গত বছরের এই দিনে কলকাতার নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার সুকল্যাণ ভট্টাচার্যের বাড়িতে ছিলাম। সেখানে শাকিলা (শিল্পী শাকিলা জাফর) এসে আমাকে সারপ্রাইজ দিল। জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার আমাদের খুব ভালো বন্ধু, সে গেল, ঢাকা থেকে নীপা গেল। প্রত্যেকের হাতেই ছিল উপহার। তখনো জানি না, আগামী বছর এ রকম একটা সময় পার করতে হবে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.