![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/Desktop-2009040659.jpg)
খোলামেলা দৃশ্য অভিনয় করতেও পিছপা হননি যেসব অভিনেত্রীরা
অভিনয় শিল্পীদের চরিত্রের খাতিরে কতো কিই না করতে হয়। নিজেকে ভেঙ্গে আবার নতুন করে গড়তে হয়। কিন্তু এত কিছু করার মাঝেও কিছু চরিত্র আছে যেগুলো করতে বেশ ভালোই লাগে অভিনয় শিল্পীদের। সাহসী চরিত্রের নাম শুনলে অনেক নায়িকা পিছপা হলেও কেউ কেউ আছেন যাদের কাছে এসব চরিত্রে অভিনয় করতে কোন দ্বিধা নেই। শত সমালোচনার পরেও সেসব চরিত্রে অবিনয়ে করে প্রশংসা কুঁড়িয়েছেন অনেকেই।