একা থাকলে মাস্ক নয়? কেন্দ্রের নিদানে জারি বিতর্ক
করোনা মোকাবিলায় মাস্কের ব্যবহার যে কতটা প্রয়োজনীয়, তা একাধিকবার উঠে এসেছে বিশেষজ্ঞদের কথায়। কিন্তু মাস্ক কখন পরা দরকার, কখনই বা মাস্ক ছাড়া থাকা সম্ভব, তা নিয়ে বিতর্ক কমেনি। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণের বক্তব্যে ফের মাথাচাড়া দিল সেই বিতর্ক।