
ইঁদুর তাড়াতে চাননি স্বামী, মাঝরাতে বিশেষাঙ্গে কামড় বসালেন স্ত্রী!
পূর্ব আফ্রিকার দেশ জাম্বিয়ার কপারবেল্ট প্রদেশের কিতওয়ের শহরের বাসিন্দা ৫২ বছর বয়সী আব্রাহাম মুসন্দা। তাঁর স্ত্রী মুকুপার বয়স ৪০। তাঁদের সুখের সংসারে এক ইঁদুরের কারণে আচমকা এমন ঘটনা ঘটে যাবে, তা আন্দাজ করতে পারেননি কেউই।
- ট্যাগ:
- জটিল
- কামড়
- বিশেষাঙ্গ
- ইঁদুর তাড়ানো