![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/Sep/03/1599132213019.jpg&width=600&height=315&top=271)
আলিয়ার মেক্সি ড্রেসের এতো দাম!
এল ম্যাগাজিনের ডিজিটাল কাভারের জন্য সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন আলিয়া ভাট। তবে এর জন্য কোনো পেশাদার আলোকচিত্রীর সামনে দাঁড়াননি তিনি।ম্যাগাজিনের জন্য বলিউডের এই অভিনেত্রীর ছবিগুলো তুলে দিয়েছেন তার বোন শাহিন ভাট।