পশ্চিমবঙ্গের জেলেদের জালে ধরা দিচ্ছে না ইলিশ
জুন থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গে চলছে ইলিশের মৌসুম। চলবে এ মাস পর্যন্ত। তবে এত দিন কেটে গেলেও ইলিশ ধরা দিচ্ছে না পশ্চিমবঙ্গের জেলেদের জালে। অন্যদিকে বাংলাদেশ থেকেও আসছে না পদ্মার ইলিশ। ২০১২ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করেছে বাংলাদেশ। এবার রসনাতৃপ্তিতে তাই পশ্চিমবঙ্গের মানুষের ভরসা গুজরাট আর ওমানের ইলিশজাতীয় চকোরি মাছের ওপর। আর রয়েছে গত বছরে হিমঘরে রাখা পশ্চিমবঙ্গের কিছু ইলিশ।