![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F4b7813d6-710a-40c2-9403-1ae537d4fb23%252F1600X1067.png%3Frect%3D0%252C80%252C1600%252C840%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
দেউলিয়া হচ্ছে সিকদারদের সিএনএন মানি
সুইজারল্যান্ডের ওয়েবভিত্তিক বিজনেস নিউজপোর্টাল সিএনএন মানি ডট সিএইচ বন্ধ হয়ে যাচ্ছে। করোনার প্রকোপে আয় কমে যাওয়া এবং উদ্যোক্তাদের সরে যাওয়ার কারণে অনলাইন সংবাদমাধ্যমটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে দেউলিয়া হওয়ার জন্য আবেদন করারও সিদ্ধান্ত নিয়েছে সিএনএন মানি। আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির অবসায়ন (বিলুপ্ত) হবে। খবর রয়টার্সের।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- দেউলিয়া
- নিউজপোর্টাল