
‘জোনিং’ কার্যক্রমে ধামাচাপা!
দেশে করোনা মহামারি শুরুর পর গত জুন মাসে জোনভিত্তিক লকডাউনের ঘোষণা দেয় সরকার। এরপর লকডাউন কার্যকর করতে প্রথমে গত ১৪ জুন এবং পরে ১৮ জুলাই গাইডলাইন তৈরি করে স্বাস্থ্য অধিদফতর। সেই গাইডলাইনে আক্রান্ত রোগীর ভিত্তিতে লাল, হলুদ এবং সবুজ এলাকা নির্ধারণের নীতিমালার কথা বলা হয়। কিন্তু রাজধানী ঢাকার ভেতরে পাইলট ভিত্তিতে দুটি এলাকা এবং ঢাকা বিভাগের কয়েকটি জেলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে লকডাউন কার্যকর করা হলেও বর্তমানে জোনিং সিস্টেম মুখ থুবড়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর একটি জোনিং সিস্টেম দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সহায়ক হতো। বিশেষ করে গত কোরবানির ঈদের পর রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এ অবস্থায় আবারও সেই জোনিং কার্যক্রম অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে