কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মানিকগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

মানবজমিন মানিকগঞ্জ প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

মানিকগঞ্জের ঘিওর উপজেলা বানিয়াজুরী ইউনিয়নে এসডিআই সমৃদ্ধি কর্মসূচির আওতায় শিক্ষায় বিশেষ অবদানের জন্য ৩৬ জন  শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে। এ ছাড়া অসহায় ও দুস্থদের মাঝে বিশেষ সঞ্চয় প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বানিয়াজুরী সরকারি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে শিক্ষা বৃত্তি ও বিশেষ সঞ্চয় প্রদান অনুষ্ঠানে এসডিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, বানিয়াজুরী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সায়েদুর রহমান ও এসডিআই এর  আঞ্চলিক ব্যবস্থাপক মো. মিলন মিয়া।      আঞ্চলিক ব্যবস্থাপক মো. মিলন মিয়া জানান, ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় যারা পাস করেছেন তাদের মধ্যে বাছাই করে ৩৬ জনকে জনপ্রতি ১২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া ৫ জনকে জনপ্রতি প্রায় ৪০ হাজার টাকা করে বিশেষ সঞ্চয় প্রদান করা হয়েছে। শিক্ষা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন স্বর্ণা ঘোষ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রোগ্রাম সমন্বয়কারী মো. শহিদুল্লাহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও