চলনবিলে জাল ফেলতেই ধরা পড়ছে প্রচুর দেশীয় মাছ

ডেইলি বাংলাদেশ চলন বিল প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২০, ১৬:১০

চলনবিলে জাল ফেলতেই ধরা পড়ছে পুঁটি, টেংরা, পাঁতাসি, রায়েক, চেলা, মোয়া, চাটা খইলসা, বাড়ি খইলসা, বাইলা, গুচি, টাকি, কই, শিঙ, মাগুড়, বোয়াল, রুই, কাতলা, মৃগেলসহ হরেক রকম দেশীয় মাছ। এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোতে, চাহিদার তুলনায় মাছের সরবরাহ বেশি থাকায় সব ধরনের মাছ অর্ধেকেরও কম দামে বেচাকেনা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও