![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/09/02/image-181523.jpg)
মহানবীর বিতর্কিত কার্টুন ফের ছেপেছে শার্লি এব্দো
পাঁচ বছর আগে ফরাসী রম্য সাময়িকী শার্লি এব্দোর অফিসে হামলায় জড়িত সন্দেহে ১৪জন কথিত ষড়যন্ত্রকারীর বিচার বুধবার শুরু হচ্ছে। বিচার শুরুর একদিন আগে শার্লি এব্দো মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে বহুল বিতর্কিত কার্টুন আবার প্রকাশ করেছে। যে কার্টুন প্রকাশের জেরে ২০১৫ সালে তাদের অফিসে হামলা চালানো হয়েছিল।