বিব্রত কারা কর্তৃপক্ষ, ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা

বাংলা ট্রিবিউন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২০, ০৪:০১

এক মাসে নিরাপত্তা হেফাজত থেকে পালিয়েছেন দুই বন্দি। একজন নিরাপত্তা দেয়াল টপকে খোদ কারাগারের ভেতর থেকে পালিয়ে গেছেন। আরেকজন পালিয়েছিলেন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে। যদিও হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া বন্দিকে ফের ধরা হয়েছে। এখনও খোঁজ মেলেনি কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সেই কয়েদির। কারা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের অবহেলা ও দায়িত্বহীনতায় বিব্রত কারা কর্তৃপক্ষ। একারণে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা।  এরই ধারাবাহিকতায় সম্প্রতি কারা সদর দফতর থেকে আটটি বিশেষ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে দেশের ৬৮টি কারাগারে। নির্দেশনা বাস্তবায়নের জন্য কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় মিটিং করছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।কারাগার সূত্রে জানা গেছে, সম্প্রতি আইজি প্রিজনস বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা স্বাক্ষরিত একটি চিঠি (স্মারক নম্বর: ৫৮.০৪.০০০০.০২২.০৩.০২৩.২০২০.৪১২ (১০৫)) দেশের ৬৮টি কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কারা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও