![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/09/02/cf6a3d965fd32789a647043f504cce90-5f4eb75fb4383.jpg?jadewits_media_id=686446)
গাড়ি আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে জিডি
ডাবল মার্ডার মামলার অন্যতম আসামি যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের বিরুদ্ধে এক কোটি ২৬ লাখ টাকার একটি প্রাডো গাড়ি আত্মসাতের অভিযোগ এনেছেন রেলওয়ের ঠিকাদার মোহাম্মদ শাহ আলম। এ ঘটনায় গত ২৬ আগস্ট চট্টগ্রাম নগরীর সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ঠিকাদার।