কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ধনীদের পাপের আস্তানা এখন সাগরতলে

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৩

ধনীরা নিজেদের খেয়াল খুশি মতোই জীবন কাটিয়ে থাকেন। তাদের জীবনযাপনে বাধা দেবে এমন কেউ নেই। তাইতো তারা মেতে ওঠেন নানা অনৈতিক কর্মকাণ্ডেও। আমোদ-ফুর্তি আর মদ-জুয়ার আড্ডাখানা গড়ে তোলেন নিজেদের বাসগৃহ ছাড়াও অন্যান্য স্থানে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস কিংবা স্পেনের ইবিজা। ফ্রান্সের সেন্ট ত্রোপেজ কিংবা ভারত মহাসাগরের মালদ্বীপ। আজকের বিশ্বের সবচেয়ে ধনীদের আমোদ-ফুর্তি আর মদ-জুয়ার আড্ডাখানা এই দেশগুলো। কিন্তু জাঁকজমক আর আভিজাত্যের দিক দিয়ে আধুনিককালের এই শহরগুলো প্রাচীন কালের একটি শহরের কাছে নিতান্তই তুচ্ছ।

শহরটিতে একসময় আনন্দ-ফুর্তি আর রঙ্গ-রসে মজে থাকতেন ইতিহাস বিখ্যাত রোমান সাম্রাজ্যের অভিজাতরা। ভূমধ্যসাগরের পারে বায়া নামের এই শহরটি এক সময় রাতদিন মানুষের পদচারণায় মুখর থাকত। কিন্তু রোমানদের মদ-জুয়ার সেই আড্ডাখানার ধ্বংসাবশেষ আজ ইতালির পশ্চিম উপকূলে সাগরের পানির নিচে নির্জন ও নিশ্চুপ হয়ে পড়ে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও