![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F50e69557-61d1-48ab-acd7-aecd565e8355%252Fsherpur_1.jpg%3Frect%3D0%252C53%252C1000%252C525%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
প্রতিবন্ধী নাতিকে নিয়ে ভিক্ষা করা শহর বানুর পাশে দাঁড়াল প্রশাসন
শেরপুরে প্রতিবন্ধী নাতিকে নিয়ে ভিক্ষা করা বিধবা শহর বানুকে নিয়ে প্রথম আলোয় খবর প্রকাশের পর তাঁর পাশে এসে দাঁড়িয়েছে প্রশাসন। শহর বানুকে আর ভিক্ষা করতে হবে না। ভিক্ষাবৃত্তি থেকে পুনর্বাসনের জন্য তাঁকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। থাকার জন্য বসতঘর ও নাতি আসাদুলের জন্য একটি হুইলচেয়ার দেওয়া হবে। দাদি-নাতিকে সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় আনা হবে।