কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় সেশনজট মোকাবিলায় কী ভাবছে ঢাবি?

বাংলা ট্রিবিউন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২০, ১৪:০০

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সারা দেশের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাডেমিক কার্যক্রম থমকে আছে। গত ১৮ মার্চ থেকে জুন পর্যন্ত টানা সাড়ে তিন মাসের মতো শিক্ষা কার্যক্রম একেবারেই বন্ধ ছিল। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে অনলাইন মাধ্যমে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ওই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এখন পর্যন্ত পুরোদমে অনলাইন ক্লাস চলছে। যদিও বিভিন্ন সীমাবদ্ধতার জন্য এই ক্লাসে শতভাগ শিক্ষার্থীর অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। অনলাইন ক্লাস চললেও বিশ্ববিদ্যালয় নতুন করে সেশনজটে পড়া এড়াতে পারবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ সংকট থেকে উত্তরণের বিষয়ে এখনও ভাবছে না প্রশাসন। তবে, সরকার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করে সংকট নিরসনে পরিকল্পনা নেওয়া হতে পারে। এক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে সংকট মোকাবিলা করছে তাও পর্যবেক্ষণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও